
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ৬:৫৪ পি.এম
নেত্রকোণায় প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল

নেত্রকোণা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নেত্রকোণার পূর্বধলায় প্রতিবন্ধীসহ ২ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, পাঞ্জাবি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল।
আজ (১৯ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সাধ্য অনুযায়ী ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমরা জানি তার বিচক্ষণ নেতৃত্বের ফলেই বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। তাই আগামীতেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জননেত্রী দেশরত্ন হাসিনাকে সমর্থন দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠাতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, শ্রমিক লীগ নেতা মোঃ জসিম উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা শেখ এরশাদ আহমেদ ও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক শাহিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।