
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২২, ১০:১১ পি.এম
চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন।

হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
জাকজমক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২২। চুনারুঘাটের একমাত্র জাতীয় উদ্যান সাতছড়ি ও দৃষ্টি নন্দন দমদমিয়া লেকে উক্ত বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকা থেকে বনভোজনের আনন্দক্ষনে নেতৃত্ব প্রদান করেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী। সাতছড়ি জাতীয় উদ্যানে জুময়ার নামাজ শেষে কিছুক্ষণ ঘুরাঘুরি শেষে বনভোজনের মূল আয়োজন অনুষ্ঠিত হয় নালুুয়া চা বাগান সংলগ্ন দমদমিয়া লেকে।
দুপুরের খাবার, আলোচনা পর্ব, সাক্ষাৎকার, ইসলামী সঙ্গীত সহ বিভিন্ন পর্বে অংশ গ্রহন করেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রানীগাও হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক হবিগঞ্জের সংবাদের সম্পাদক কবি মহিবুর রহমান জিতু,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক প্রথম সংবাদ ডটকমের চুনারুঘাট প্রতিনিধি মাস্টার ফজল মিয়া তরফদার, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক আজকের হবিগঞ্জের চুনারুঘাট প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ,যুগ্ন সম্পাদক দৈনিক ক্রাইম কন্ট্রল ডটকমের চুনারুঘাট প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মোঃ মাসুদ আলম, নির্বাহী সদস্য দৈনিক কৃষান মাঝি পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম রবিন, বেলাল আহমেদ সহ অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।