প্রেস রিলিজ
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের সমন্বয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন করে বাজারজাতকরণের অভিযোগে “ইফাদ প্লাস্টিক” প্রতিষ্ঠানকে নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা এবং বিপুল পরিমান অনুমোদনহীন প্লাস্টিক পণ্য জব্দপূর্বক ধ্বংস॥
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। ভেজাল খাদ্য, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য ও শিশুপণ্য উৎপাদন এবং অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য হতে দেশকে বাচাঁতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গত ৩০ এপ্রিল ২০২৩ খ্রিঃ ১৬.৩০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য বাজারজাতকরণের কারণে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক “ইফাদ প্লাস্টিক” নামক প্রতিষ্ঠানকে সর্বমোট= ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা এবং প্লাস্টিক বোতল-১,৪৫,০০০ পিস, প্লাস্টিক বোতল ক্যাপ-১,৫০,০০০ পিস, প্লাস্টিক তৈরির কাচাঁমাল-৩,০০০ কেজি জব্দপূর্বক ধ্বংস করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় “ইফাদ প্লাস্টিক” নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে বাজারজাত করে আসছে। অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ২০/২০২৩ ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ রুজু হয়েছে এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর মাধ্যমে জরিমানাকৃত ১০,০০০/- (দশ হাজার) টাকা আদায় করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]