
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৩, ১:৫২ এ.এম
নেত্রকোণার কলমাকান্দায় প্রতিবন্ধীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে ওই আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ইফতেখার উদ্দিন চলতি বছরের ২৫ জুনের মধ্যে কলমাকান্দা থানার ওসিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন। এরআগে গত মাসের ২৭ তারিখে এ আদেশ দেন তিনি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মিজান মিয়ার ছেলে আনিস মিয়ার ধর্ষণের শিকার বাদীর মানসিক প্রতিবন্ধী মেয়ে প্রায় ছয় মাসের গর্ভবতী হয়ে পড়েন। গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হলে আনিস মিয়া ও তার বড়ভাই সাহাব উদ্দিন সুকৌশলে মেয়েটিকে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে গর্ভপাত করান। গর্ভপাতের পর মানসিক প্রতিবন্ধী মেয়েটি অসুস্থ হয়ে পড়লে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, আদালতের আদেশের কপি এখনো পায়নি। পাওয়া মাত্র প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।