
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৩, ১০:৩৯ পি.এম
এক জাহাজে মোংলায় এলো ৭০৩ টি রিকন্ডিশন গাড়ি

বাগেরহাট প্রতিবেদকঃ
৭০৩টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে জাপান থেকে মোংলা বন্দরে এলো ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামের একটি জাহাজ।
বৃহস্পতিবার(০৪ মে) সকালে "এমভি মালায়েশিয়া" নামক ওই জাহাজটও গাড়ি নিয়ে বন্দরের ৮নম্বর জেটিতে নোঙ্গর করে। রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।
মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।
এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে। চলতি মাসের ১৯ ও ২১ মে দুই বিদেশি জাহাজ আরও গাড়ি নিয়ে মোংলায় আসবে।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই আমরাএখন গাড়ি আমদানি করছি।
মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন, গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে বলে আশা প্রকাশ করপন তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মত বাংলাদেশেও প্রভাব পরেছিল। যার কারণে গাড়ি আমদানি কমে গিয়েছিল। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। আশাকরি রাজস্বও বাড়বে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।