
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৩, ১১:০১ পি.এম
কচুয়া উপজেলা ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে স্বেচ্ছাসেবক দলের শোক

উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার অন্তরগত কচুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য মোঃ ইমরান হোসেন এর পিতার মৃত্যুতে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রুবেল শেখ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিত মাধ্যমে উপজেলা শাখার আহবায়ক মোঃ হুমায়ূন কবির ও সদস্য সচিব মোঃশামীম হাসান রাবু এর পক্ষ থেকে এক শোকবার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
ছাত্রদল নেতার পিতা মরহুম মোঃ দেলোয়ার হোসেন (৫৫) বছর বয়সে গত বুধবার রাত ৯.১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।মৃত্যুকালে তিনি ২ মেয়ে এবং ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা শেষে তার নিজ বাড়িতে কবরস্থ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর ছাত্রদলের সদস্য আল মামুন,বাগেরহাট জেলা যুবদলের (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ,কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু,কচুয়া উপজেলা মৎসবীজী দলের সাধারণ সম্পাদক মীর রফিকুল,কচুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রানা দিদার,শ্রমিক দলের যুগ্ম আহবায়ক এস এম টুটুল,যুবদল নেতা রাকিবুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।