
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৩, ১:৩৫ এ.এম
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা জয়নাল কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের নাগরপুরে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ কালীন কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার মোঃ জয়নুল আবেদীন ওরফে জয়নাল কমান্ডারকে (৭৫)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার সময় (৪ মে ), তিনি শারীরিক অসুস্থতা জনিত কারনে ঢাকাস্থ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।শুক্রবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জয়নাল কমান্ডারকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে জানাযার নামাজ শেষে মরহুমের নিজ বাড়ি নাগরপুর সুটাইন কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী, নাগরপুর থানার এসআই মামুন সহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।