
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৬:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৩, ৬:২২ পি.এম
নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন’র সাদেকুল সভাপতি, এম আর রকি সম্পাদক নির্বাচিত
মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটির সাদেকুল ইসলাম কে সভাপতি (ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক মানবজমিন, বিডি নিউজ ২৪) এম আর রকি কে সাধারণ সম্পাদক ( সময় টিভি, ডেইলী সান, বাংলাদেশ টুডে, আমার সংবাদ, সম্পাদক ভিশন নিউজ টুডে) নির্বাচিত করা হয় ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মুক্তির মোড়ে একটি অভিজাত হোটেলে সর্ব সম্মতি ক্রমে দ্বি বার্ষিক এ কমিটি ঘোষনা করা করা হয়। পুর্ব ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যনোরা হলেন, সহ সভাপতি (১)আব্দুল মজিদ সম্রাট, (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক) (২) ডিএম ফজলে রাব্বি (দৈনিক পদযাত্রা অপরাধ চিহৃ) যুগ্ম সম্পাদক (১) রাইয়হান আলী (এশিয়ান টিভি) (২) হাসান শাহরিয়ার পল্লব, (দৈনিক গন মুক্তি) সাংগঠনিক সম্পাদক ফজলে মাহমুদ চাঁদ (গন টেলিভিশন) অর্থ সম্পাদক বুলবুল আহম্মেদ (বরেন্দ্র টিভি) প্রচার সম্পাদক রকিবুল ইসলাম ( চিত্র সাংবাদিক সময় টিভি) দফতর সম্পাদক সাদ্দাম হোসেন ( চিত্র সাংবাদিক ইনডিপেনডেন্ট টিভি) সাকিবুল হাসান ক্রীড়া সম্পাদক (ভিশন নিউজটুডে)।
কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হন মো: নাজিম উদ্দন তনু ( বাংলাদেশ টুডে, সহ সম্পাদক ভিশন নিউজ টুডে) আক্কাস আলী দৈনিক (বসুন্ধারা) হাবিবুর রহমান ( মোহনা টেলিভিশন) সোহেল রানা ( সিএনএন টিভি, ঢাকা প্রতিদিন ডেইলী নিউজ মেইল) মোকলেছুর রহমান ( এশিয়ান টিভি ) শামীম আহম্মেদ (ডেইলী নিউজ টাইম) সবুজ হোসাইন ( ভোরের চেতনা ) আবু সাইদ ( সংবাদ সারা বেলা ) কামাল উদ্দিন টগর ( দৈনিক যায় যায় কাল, সিএনটিভি) চৌধুরী মুরাদ হোসেন( দৈনিক মানব কন্ঠ) ।
সংগঠনের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিগত কমিটির পরিধি সম্প্রসারণের লক্ষে সদস্যদের মতামতের ভিত্তিতে নওগাঁ জেলা টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নাম পরিবর্তন করে জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনন করা হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক জেলায় টেলিভিশন, প্রিন্ট অনলাইন পত্রিকা কর্মরত সাংবাদিকরা এ সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।