
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ১০:২৮ পি.এম
সিংড়ায় চায়না হাজার দুয়ারি জাল থেকে ৩টি পদ্মগোখরা সাপ উদ্ধার
আলিফ বিন রেজা, সিংড়া উপজেলা প্রতিনিধি : নাটোরের সিংড়ার উপজেলায় চলনবিল উদ্ভাসিত এলাকায় চায়না হাজার দুয়ারি জালে আটকা পড়েছে বিশাল আকৃতির তিনটি পদ্মগোখরা সাপ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের পাকিশা গ্রামের জলাশয়ে সাপ তিনটি আটকা পড়ে। খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সদস্যরা এসে সাপ তিনটি উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা যায়, পাকিশা গ্রামের সুমন আলী মাছ ধরার জন্য গতকাল বুধবার রাতে বাড়ির পাশের জলাশয়ে চায়না দুয়ারি জাল পাতেন। আজ সকালে তিনি জাল থেকে মাছ বের করতে গিয়ে জালের ভেতর তিনটি বিশাল আকৃতির জীবন্ত পদ্মগোখরা সাপ দেখতে পান। প্রথমে তিনি ভয়ে জাল ফেলে লোকালয়ে চলে আসেন। পরে লোকজন নিয়ে জালটি পানি থেকে তুলে আনেন। কিন্তু জাল থেকে সাপগুলো কেউ বের করতে সাহস পাচ্ছিলেন না। এ অবস্থায় তিনি চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সহযোগিতায় সাপগুলো উদ্ধার করতে ব্যর্থ হন।
এ সময় লোকজন সাপগুলো মেরে ফেলার উদ্যোগ নিলে তাঁদের বুঝিয়ে সাপ মারা বন্ধ করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সহযোগিতা চাওয়া হয়। দুপুর ১২টার দিকে ফাউন্ডেশনটির সদস্য সৌম্য চিরন্তন পাল ও সমিত বিন রহমান সিংড়ায় আসেন। অবশেষে তাঁরা সাপ তিনটি কৌশলে উদ্ধার করে বিশেষ ব্যাগে করে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা সুমন আলী বলেন, সাপগুলো ক্ষুধার তাড়নায় মাছ খেতে গিয়ে জালে আটকা পড়েছে।
স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সদস্য সৌম্য চিরন্তন পাল বলেন, পদ্মগোখরা বিষধর সাপ। বর্তমানে খুব একটা দেখা যায় না। এরা মাটির গর্তে বসবাস করে। পানিতে নামার খবর পাওয়া যায় না। তবে খাদ্যের সন্ধানে তারা যেকোনো পরিস্থিতিতে চলাফেরা করতে পারে। উদ্ধার করা সাপগুলো নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।