
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৩, ৩:০২ পি.এম
রানীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়, জরিমানা
পেয়ার আলীঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার প্রাণী সম্পদ হাটে অতিরিক্ত টোল আদায়ের আপরাধে ইজারাদার( লিয়ন) কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৫ আগষ্ট ( শনিবার) দুপুরে কাতিহার হাটের ইজারাদার লিয়ন গরু প্রতি ২৩০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকার পরিবর্তে ১৭০ টাকা টোল আদায় করছিলেন। ভ্রাম্যমাণ আদালত হাটে গিয়ে ইজারাদারকে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভু‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা।
তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাতিতার হাটের ইজারাদার লিয়নকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তী হাটে অতিরিক্ত টোল আদায় না করার বিষয়ে হাট ইজারদারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। হাট ইজারাদার লিয়নের কাছে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।