
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৮:০৪ পি.এম
নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের দাবীতে শাহজাদপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামিরতা বাজারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় স্কুল ছাত্র আশরাফুল ইসলামকে উদ্ধারের দাবীতে বক্তব্য রাখেন, নিখোঁজ স্কুল ছাত্রের পিতা সাইফুল ইসলাম, মাতা নাছিমা আক্তার, জামিরতা ডিগ্রী কলেজের প্রভাষক আল মাহমুদ হোসেন, জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, ছাত্রনেতা পলাশ, স্থানীয় গ্রম্য প্রধান বেল্লাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জামিরতা বাজার থেকে কারো সাথে ফোনে কথা বলতে বলতে ডাঃ ইব্রাহিমের বাড়ির দিকে যায় স্কুল ছাত্র আশরাফুল ইসলাম। এরপর থেকেই সে নিখোঁজ এবং তার ফোন বন্ধ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্রের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ ঘটনার কোন কূলকিনারা করতে পারেনি। এদিকে নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধার না হওয়ায় এলাকাবাসী হতাশ এবং আতঙ্কগ্রস্থ। অবিলম্বে নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের দাবী জানান তারা।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, নিখোঁজ স্কুল ছাত্র আশরাফুলকে উদ্ধারের জন্য পুলিশের আপ্রাণ চেষ্টা চলছে। তাকে উদ্ধারে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।