
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ৭:৫৩ পি.এম
যশোরে একটি বিদেশি পিস্তল, গুলি ও হ্যান্ডকাপসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে ০১ টা বিদেশি সচল পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ মনিরুল ইসলাম (৩৬)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মনিরুল সাতক্ষীরা জেলা সদরের রসুলপুরের আফতাব সরদারের ছেলে ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শনিবার (৭ অক্টোবর) আনুমানিক রাত পোনে দশটায় যশোর জেলার সীমান্তবর্তী শার্শা থানাধীন জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তায় টেংরা গ্রামের মাকলার বিল চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ০১ টা বিদেশি সচল পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ্যান্ডকাপ আসামি মনিরুল ইসলামকে গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে শার্শা থানায় অবৈধ অস্ত্র সংরক্ষণের দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।