
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ১০:২৮ পি.এম
ভালুকায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য আটক

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য রানা (২৪) কে আটক করেছে পুলিশ। আটককৃত রানা বি-বাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। ৭ অক্টোবর শনিবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদি থানার বেতালরোড খাদ্য গোডাউনের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় চুরি হওয়া মোটরসাইকেলসহ রানাকে আটক করলেও শহীদ নামে আরেক সদস্যসহ জরিতরা পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম আজাদ জানায়, বাদী ভালুকা উপজেলার ধীতপুর দারুলহাম জামে মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজে গেলে অজ্ঞাত নামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে। পরে অজ্ঞাত চোরেরা কিশোরগঞ্জের কটিয়াদি থানার বেতালরোড খাদ্য গোডাউনের সামনে রানা ও শহীদের কাছে বিক্রয়কালে তথ্য প্রযুক্তির ব্যবহার করে মোটরসাইকেলসহ রানাকে আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জরিতরা পালিয়ে যায়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামীদের সনাক্ত করে মূল রহস্য উদঘাটনের লক্ষে আসামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।