
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৭:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৩, ৯:০৭ পি.এম
ফেনীতে সিরাতুন নবী (সা.) কুইজ প্রতিযোগিতায় ১ম পুরস্কার পেলেন মাদ্রাসা শিক্ষার্থী

জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি :
ফেনী সদর উপজেলাধীন বালিগাঁও ইউনিয়নের জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রাসার কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০.টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাহে রবিউল আউয়াল উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদ্রাটির সভাপতি ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মোজাম্মেল হক বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউদ্দিন জিয়া, মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াহইয়া মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন। সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, বিশিষ্ট ব্যবসায়ী এমরানুল হক চৌধুরী ও ওমর ফারুক। শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসা মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ভূঁঞা।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদ্রাসার শাশুম শ্রেণির ছাত্র আরমান উল্যাহ একটি কম্পিউটার, দ্বিতীয় স্থান অর্জন করেন মধুয়াই উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আতিক হোসেন একটি বাইসাইকেল এবং উম্মাহাতুল মু'মিনীন মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী মোসাম্মৎ তাসফিয়া তৃতীয় স্থান অর্জন করে একটি বুক সেলফ পেয়েছেন। এছাড়াও আরো ২১ জন প্রতিযোগিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।