
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ১১:৪৩ পি.এম
খানসামায় শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন রোগীদের চেক বিতরণ ও পূজা মন্ডপে অনুদান প্রদান
![]()
মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দুর্জয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে, শেখ রাসেল দিবস, পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে র্যালী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। আলোচনা শেষে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্বীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা ও ১৫১ টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৮ জন রোগীর মাঝে ১৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।
এমপি এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।