
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৬:০৭ পি.এম
ঘাটাইলে শহীদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপিত
![]()
মোঃ সবুজ সরকার সৌরভ:
ঘাটাইল(ঙ্গাইল)প্রতিনিধিঃ টা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্ম দিবস উদযাপিত এবং ডিজিটাল সংযোগ স্থাপন(ইডিসি) প্রকল্পের আওতায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার, (জয় সেট সেন্টারের) এর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
১৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় অনুষ্ঠান উদযাপন করা হয়। পরে শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শেখ রাসেলের ম্যুরালে পুস্পস্তবক অর্পন, পরে একটি শোভা যাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করেন।
শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) কিশোর কুমার দাস,ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ফনি সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।