
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ৯:২৩ পি.এম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাপ্পি নামে এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত
![]()
মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাপ্পি (২৩) নামে এক যুবক কে কুপিয়ে রক্তাক্ত করেছে, ২ যুবক, স্থানীয়রা বাপ্পিকে রক্তাক্ত অবস্থায় উদ্দার করে রাঙ্গাবালী ইউনিয়ন সাস্থ কম্পেলেক্সে নিয়ে আসে। ঘটনাটি রাঙ্গাবালী পুলঘাট বাজার এর পুর্ব পাশে চকিদার বাড়ীর দরজায় আজ সোমবার ( ১৬ সেম্টেম্বর) রাত্র ৯ :৩০ টার সময় ঘটেছে বলে জানা গেছে।
ঘটনা সুত্রে জানা যায়, ওই যুবক বাপ্পি (২৩) পুলঘাট বাজার থেকে বাড়ী রওয়ানা হয় কিছু খানি যাওয়ার পরে চকিদার বাড়ীর দরযা পর্যন্ত যেতেই তার উপরে আক্রমণ করে ২ যুবক, আহত বাপ্পি যানায় প্রতিদিনের মতই বাজার শেষ করে বাড়িতে রওয়ানা দেই পুলঘাট বাজারের পুর্ব পাশে চকিদার বাড়ীর দরজা পর্যন্ত যেতেই আমার উপর আক্রমণ করে, সামুদাফৎ নিবাসি মোঃ আতা হাওলাদারের ছেলে মোঃ হাবিব ও তার সহযোগী, হাবিব ও তার সহযোগী ২ জনে আমাকে পিছন থেকে এসেই বেলেট দিয়ে পোচাতে থাকে ও গন্ডারি দিয়ে আঘাত করে আর বলে তোকে আজ মেরে ফেলবো, এক পর্যায়ে আমার চিৎকার শুনলে স্থানিয়নরা আমাকে তাদের হাত থেকে উদ্দার করে পুলঘাট বাজার হাসপাতালে নিয়ে আসে।
বাপ্পির এক স্বজন জানায়, আমাকে বাপ্পি কল দেয় আমি কল রিছিব করে ছালাম দিতেই শুনি বাপ্পি চিৎকার করে বতলে আমাকে বাচাও ওড়া আমাকে মেরে ফেলবে।তার ওই স্বজন জানায় আমরা এ ঘটনার জন্যে মামলা করবো এর সুষ্ঠ বিচার চাই।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।