
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৩, ১১:৩৫ এ.এম
নওগাঁর আত্রাইয়ে পরিত্যক্ত অবস্থায় গুলি ও রিভলভার উদ্ধার
![]()
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার নগেন্দ্রনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগেন্দ্রনগর গ্রামের জনৈক সমের উদ্দিনের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও রিভালভারের দুই রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা। রিভলভারের গায়ে ইংরেজিতে বার্মা লেখা রয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, শনিবার ভোর রাতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত রিভলভার থানায় জমা দিয়েছেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।