
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৩, ১০:২৮ পি.এম
কচুয়ায় শিশু ও যুব ফোরামের বার্ষিক সাফল্য উদযাপন সমাবেশ অনুষ্ঠিত,
![]()
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়ায় শিশু ও যুব ফোরামের বার্ষিক সাফল্য উদযাপন সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আমার জীবন, আমার স্বপ্ন, স্বপ্ন পূরণরই হোক আমার জীবনের লক্ষ্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় শিশু ও যুব ফোরামের বার্ষিক সাফল্য উদযাপন সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়।বার্ষিক সাফল্য উদযাপন সমাবেশ উপলক্ষে যুবকদের অংশ গ্রহণে সকাল ১০ টায় একটি রেলী বের হয়।
১১ (সেপ্টেম্বর) শেখ তন্ময় মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সাফল্য উদযাপন সমাবেশে কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার জাহিদুল ইসলাম বুলু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ সভাপতি উজ্জ্বল কুমার দাস, কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার, কল্লোল বেনজামিন দাস, এপির অফিসার পলাশ রঞ্জন সরকার, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিশু ও যুব ফোরামের সদস্য বৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্যায়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।