
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৩, ৯:১৪ পি.এম
নাটোরে সাবেক এমপি কালামের বিশাল শান্তি সমাবেশ ও মিছিল
![]()
ওমর ফারুক খান নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নী সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের লালপুরে বিশাল শান্তি সমাবেশ ও মিছিল করলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেল স্টেশন সংলগ্ন বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর আবুল কালামের নেতৃত্বে এক বিরাট মিছিল বের হয়ে আব্দুলপুর স্টেশনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়। শান্তি সমাবেশে চংধুপইল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।