
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ৩:৪৯ পি.এম
অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৬ টি মামলার আসামী কুদরত খান ও তার সহযোগী সম্রাটকে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ককটেল বোমাসহ গ্রেফতার করেছে র্যাব-৬।

প্রেস বিজ্ঞপ্তি
যশোর জেলার কোতয়ালী থানাধীন চাঁচড়া এলাকা হতে অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজি সহ ১৬ টি মামলার পলাতক আসামী যশোরের শীর্ষ সন্ত্রাসী কুদরত খান ও তার সহযোগী সম্রাটকে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ককটেল বোমা সহ গ্রেফতার করেছে র্যাব-৬।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ, প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ইং ৩০/১০/২০২৩ তারিখ রাতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রায়পাড়া এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ও নাশকতাকারীরা অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ৩০/১০/২০২৩ তারিখ রাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কুদরত (৩৩), পিতা- মোঃ ফারুক পকেটমার, সাং- চাচড়া রেলগেট (ইসমাইল কলোনী), থানা- কোতয়ালী, জেলা- যশোর ও ২। সম্রাট হোসেন (২৩), পিতা- আঃ আলিম, সাং- চাচড়া রায় পাড়া (ইসমাইল কলোনী), থানা- কোতয়ালী, জেলা- যশোরদ্বয়’কে ০১ টি বিদেশী পিস্তল ও ০২ টি ককটেল বোমা সহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল বোমা নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল।
আসামী কুদরত খান যশোরের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী ও বিস্ফোরককারী হিসাবে চিহ্নিত। কুদরত খান এর বিরুদ্ধে গত ২০১২ সালের ০৪ এপ্রিল যশোর কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা রুজু হয়। তারপর থেকেই যশোরের চিহ্নিত সন্ত্রাসীদের তালিকায় নাম লেখায় কুদরত খান। এরপর থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ককটেল বোমা ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে মারাত্মক ক্ষতি সাধনের অপরাধে তার বিরুদ্ধে ০৫ টি বিস্ফোরক মামলা রুজু হয়।
এছাড়াও অবৈধ অস্ত্রের মাধ্যমে যশোরসহ মাগুরা ও নড়াইল এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের দায়ে হত্যা মামলা ০২ টি, অস্ত্র মামলা ০৩ টি, হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলা ০৫ টি ও অন্যান্য আইনে ০১ টি সহ মোট ১৬ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সে উক্ত মামলা সমূহে জামিনে এসে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা অব্যাহত রাখে। আসামী সম্রাট হোসেন (২৩) সন্ত্রাসী কুদরতের সহযোগী হিসাবে সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ০২ টি হত্যা চেষ্টা ও ০১ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করত: অস্ত্র আইন তৎসহ বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।