
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ১১:৩২ পি.এম
কচুয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে চাচাতো ভাই নিহত

উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাই রাব্বি শেখ (৩০) এর ইটের আঘাতে অপর চাচাতো ভাই এমরান শেখ (২২) নিহত হয়েছে। নিহত ব্যাক্তি বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের জলিল শেখের ছেলে। ঘটনায় জড়িত রাব্বি শেখ একই এলাকার মহসীন শেখের ছেলে।
এ বিষয়ে জানাযায়,৩১ অক্টোবর বেলা ৩ টায় এমরান শেখ (২২) পারিবারিক বিষয় নিয়ে তাদের বসতবাড়ির উঠানে আপন চাচাতো ভাই রাব্বি শেখ (৩০) এর সাথে আলোচনার একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে রাব্বি একটি আদলা ইট দিয়ে এমরানের মাথায় আঘাত করলে এমরান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়ভাবে তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৮.৪৫ মিনিটের সময় মৃত্যু বরন করে। নিহতের মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।