
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ৭:৫১ এ.এম
নাটোরের বড়াইগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান বাবু’র স্মরণসভা
![]()
মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ
সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াই গ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবু’র ১৩ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কোরআন খানি, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নিহত বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি উদ্যোগে সরদারপাড়ায় বাবুর কবরের পাশে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় পৌর বিএনপির সভাপতি এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন। পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আব্দুস সালাম মোল্লা ও অধ্যক্ষ আশরাফ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মুন্নাফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, পৌর যুবদল সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ, শ্রমিক দলের আহ্বায়ক জালাল হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম সহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল, সুজন,রাকিব ও মিলন বক্তব্য রাখেন।
পরে সানাউল্লাহ নুর বাবুর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে সরকার দলীয় নেতাকর্মীদের হামলায় সানাউল্লাহ নূর বাবু খুন হন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।