
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৩, ৭:১৪ পি.এম
নাটোরের বড়াইগ্রামে পুলিশ সদস্যেরে বিরুদ্ধে মানববন্ধন।

মোঃ শাহাবুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার আহমেদপুর বাজার বাসষ্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভুক্তভোগী প্রতিবন্ধীর নাম বাদশা মিয়া। তিনি উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহমেদপুর গ্রামের রাজা এ সালাম পুত্র।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান (৩৭)। তিনি বালিয়া দক্ষিনপাড়া গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের উপ-সহকারী পরিদর্শক। বর্তমানে র্যাপিট এ্যাকশান ব্যাটেলিয়ন (র্যাব) হেড কোয়ার্টার বিমান বন্দর এলাকায় কর্মরত আছেন।
মানববন্ধনে বাদশা মিয়া বলেন, আমার ৩৫ বছরের ভোগ দখলকৃত জমিতে মিজানুর রহমান নামের পুলিশ সদস্য দখল করে বাড়ি ঘর নির্মানের চেষ্টা করে। আমি আদালতে নিষেধাজ্ঞা মামলা করলে গত ২৯শে অক্টোবর দুই পক্ষে উকিলের উপস্থিতিতে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। কিন্তু মিজানুর রহমান সেই নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার থেকে আবার বাড়ি ঘর নির্মাণ শুরু করেছে। আমি প্রতিবন্ধী মানুষ। আমি বাধা দিতে গেলে মারপিট করতে আসে।
তিনি আরো বলেন, আমি থানাকে জানালে বিষয়টি স্থানীয় ভাবে বসে মিটমাট করে নেওয়ার জন্য বলে। বিভিন্ন মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
বাদশা মিয়ার বাবা রাজা এস ইসলাম বলেন, মিজানুর রহমান পুলিশের প্রভাব খাটিয়ে কোন কিছুর তোয়াক্কা না করে বাড়ি ঘর নির্মান করছে। আমার ছেলে তো প্রতিবন্ধী।
অভিযুক্ত মিজানুর রহমান বলেন, আমি আদালতের নিষেধাজ্ঞা বিষয়ে জানি। আমি তো বাহিরের কাজ করছি না। বাড়ির ভিতরে কিছু কাজ করছি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে আমার জানা নাই। থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।