
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ৩:০৪ পি.এম
নাটোরের নলডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের পিয়ন আটক

মোঃআব্দুর রব নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু সাদাদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
আজ ৮ই অক্টোবর রোববার ভোর ৪ টায় নলডাঙ্গা উপজেলার ধোপাপুকুর গাংগইলপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মো: আবু সাদাদ নাটোরের নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী এবং উপজেলার ধোপাপুকুর গাংগইলপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
অন্যদিকে নির্যাতীতা ছাত্রী ঐ বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
র্যাব-৫ (সিপিসি-২) রাজশাহীর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, গত ২ অক্টোবর সোমবার সকাল ৬ টার দিকে নলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন আবু সাদাদ ঐ ছাত্রীকে ডেকে এনে বিদ্যালয়ের শ্রেনীকক্ষে নিয়ে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে।
শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনা খুলে বললে বিষয়টি ধাপাচাপা দিতে ১০ হাজার টাকায় মীমাংসার করার চেষ্টা করে পিয়ন সাদাদ। পরে শনিবার রাতে ঐ নির্যাতিতা ছাত্রীর পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) অভিযান চালিয়ে রোববার ভোর ৪ টায় নিজের অভিযুক্তের বাড়ি থেকে পিয়ন সাদাদকে গ্রেফতার করে। পরে তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, রোববার ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।