
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ৭:৪১ এ.এম
কুড়িগ্রামের উলিপুরে অটোরিক্সার চাপায় পরে শিশুর মৃত্যু।
![]()
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অটো রিক্সার চাপায় পরে ফাহিমা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকাল ১১ টায় উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের কেকতির পাড় গ্রামে।
জানা গেছে, অটো রিক্সা চালক আব্দুল হামিদ রাস্তায় রিক্সাটি রেখে বাড়িতে যায়। ভুলে রিক্সাতে চাবি রেখে বাড়িতে গেলে ফাহিমা সহ কয়েকজন শিশু অটো রিক্সায় উঠে চাবি ঘুরাঘুরি করে খেলতে থাকে। এমতাবস্থায় অটো রিক্সাটি চালিত হয়ে উল্টে যায়। এ সময় রিক্সার নিচে শিশুটিকে পড়তে দেখে এলাকার লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে।
ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে,
ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক নিশ্চিত করেছেন। খবর পেয়ে উলিপুর থানার এসআই আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পারিবারের কোন অভিযোগ না থাকায় উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা শিশু ফাহিমার লাস দাফনের অনুমতি দেন বলে তিনি জানিয়েছেন।
নিহত ফাহিমা ওই ইউনিয়নের কেকতির পাড় গ্রামের ফুল মিয়ার শিশু কণ্যা বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।