
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৩, ৫:৫৬ এ.এম
ভালুকায় ফসলি জমিতে বাধ নির্মান করে উৎপাদনে ব্যাঘাত সৃষ্টির অভিযোগ
![]()
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় দুই ফসলি জমিতে বাধ নির্মান করে উৎপাদনে ব্যাঘাত সৃষ্টির অভিযোগ উঠেছে লতিফুর রহমান এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের স্বর্গীয় মহেশ চন্দ্র ঘোষের ছেলে পরেশ চন্দ্র ঘোষ, স্বগীয় নৃপেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে দীলিপ কুমার ঘোষ, মৃতঃ আহেদ আলীর ছেলে লোকমান আলী, তালুটিয়া গ্রামের আজগর আলী মুন্সির ছেলে শহিদুল্লাহ গংরা নারাঙ্গী মৌজার সাবেক ৬৪৪ নং দাগে বর্তমান ৬৭৬০, ৭৫৭৪ ও ৬৫৬১ নং দাগসহ অন্যান্য দাগের জমিতে আমন এবং বোর ধানের চাষাবাদ করে আসছিলো।
কিন্তু কিছু দিন পূর্বে নারাঙ্গী গ্রামের মৃত আঃ মজিদ এর পূত্র মোঃ লতিফুর রহমান তাদের পার্শ্ববর্তী জমি ক্রয় করে ঐ জমিতে বাধ নির্মান করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে ফসল উৎপাদনে ব্যাপক বাধার সৃষ্টি করেছে।
তাকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন করার কথা বললে, ড্রেন করে দিবে বলে,
এতদিন আশ্বাস দিলেও গত ১৮ আগস্ট লতিফুর রহমানের কেয়ার টেকাররা জানায়, তারা পানি নিষ্কাশনের জন্য ড্রেন করবে না এবং প্রয়োজনে সে আমাদের চলাচলের রাস্তাও বন্ধ করিয়া দিবে। তার কাছে যদি কম দামে জমি বিক্রি না করি তবে সে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। এ ঘটনায় পরেশ চন্দ্র ঘোষ সহ এলাকাবাসী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার করে লতিফুর রহমান বলেন, আমি আমার জমিতে পেপে বাগান করেছি, কারো পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করিনাই, বাধ নির্মানের প্রশ্নই আসেনা। উথুরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমি লতিফুরকে অনেক বার ডেকেছি সে আসেনাই।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।