
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৪:৫২ এ.এম
কাউখালীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন।
![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ এবং হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা সদরের শ্রীশ্রী মদনমোহন জিউর আখড়াবড়ির সামনে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার, সাধারণ সম্পাদক বিপুল বরণ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা সুব্রত রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পূজা উদযাপন পরিষদের সদস্য সুনীল কুন্ডু, জেলা কমিটির অর্থ সম্পাদক লিটন কৃষ্ণ কর, পল্টু বসু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।