
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ৮:৪৮ এ.এম
কচুয়ায় জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন মন্দির পরিদর্শন
![]()
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।
আসন্ন শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে কচুয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করা হয়েছে।
৮ (অক্টোবর) রাত ৮ টায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার সার্বজনীন দূর্গা মন্দির,বাধাল বাজার দুর্গা মন্দির ও মসনি বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মহসীন হোসেন।
এদিন বাগেরহাট জেলা প্রশাসক মন্দির পরিদর্শন কালে মন্দির কমিটি ও স্থানীদের মাঝে আহ্বান জানান, নির্মাণাধীন প্রতিমা সমুহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের।এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।