
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৩, ৩:৪৪ এ.এম
চন্দননগর কলেজে একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
![]()
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিনিধি:
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে নওগাঁ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চন্দননগর কলেজেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর সব বিভাগের ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ এ অক্টোবর সকাল ১০ টায় চন্দননগর কলেজ এর হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সভাপতি খালেকুজ্জামান তোতা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের দাতা সদস্য আলহাজ্ব আশরাফ আলী। পরবর্তীতে উক্ত কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে নতুন শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, উক্ত কলেজের শিক্ষকবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।পরবর্তীতে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করে চন্দননগর কলেজে বরণ করে নেওয়া হয়। এ বছর চন্দননগর কলেজের সব ডিপার্টমেন্ট মিলে প্রায় তিনশতর বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে খালেকুজ্জামান তোতা বলেন, সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য শিক্ষার বিকল্প আর অন্য কোন কিছুই নাই। আজকে যারা এই কলেজে নতুন ভর্তি হয়েছে ,তাদের ভবিষ্যৎ উজ্জল এবং আলোকিত হবে এই কামনাই করি। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই শিক্ষিত সমাজ বদ্ধপরিকর হয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করে যাবেন এমনও আশা প্রকাশ করেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।