
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৫:৩০ এ.এম
কচুয়ায় এমপি তন্ময়ের মতবিনিময় সভা ও অনুদানের চেক বিতরণ
![]()
উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাট-কচুয়া ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপির নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চেক হস্তান্তর করেন শেখ তন্ময় এমপি। এবছর উপজেলায় এবছর ৪৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এদিনের মতবিনিময় সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান, পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি এ্যডভোকেট দিলীপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক পুলিন বিহারি সাহা সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।