
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৩:৩০ এ.এম
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বসাধারণের জন্য সংবাদপত্র পড়ার ব্যবস্থা করলেন।
![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরর কাউখালী উপজেলা পরিষদের নিচে সর্বসাধারণের জন্য সংবাদপত্র পড়ার ব্যবস্থা করেছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। উপজেলা চত্বরে আসা লোকজন বিশেষ করে শিক্ষার্থীরা একই স্থানে কয়েকটি সংবাদপত্র পড়ার সুযোগ পাবে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্কুলগামী শিক্ষার্থীদের সংবাদপত্র পাঠের জন্য উৎসাহিত করছেন এবং কিভাবে সংবাদপত্র পড়তে হবে সে বিষয়ে নিজেই বুঝিয়ে দিচ্ছেন।
নিঃসন্দেহে ইহা একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ব্যাপারে কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার যুগ উপযোগী পদক্ষেপ নেওয়ার ফলে উপজেলা চত্বর আসা স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সকলে অবসর সময় পেপার পড়ার সুযোগ পেল। কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার বলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মহতী উদ্যোগ গ্রহণ করার ফলে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ জনগণ সেবা নেওয়ার পাশাপাশি পত্রিকা পড়ে জ্ঞান অর্জন করতে পারবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।