
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ৯:২৭ এ.এম
আরাগ আনন্দ পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
![]()
মোঃ আবদুল্লাহ প্রতিনিধি।
কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা স্লোগান নিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র্যালি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়ে বিদ্যালয়ে মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় করেন সিনিয়র শিক্ষক মোঃ ফরিদ।
প্রধান শিক্ষক বলেন শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাঁরা বিভিন্ন বিষয়ে পাঠদান করে নতুন প্রজন্মদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। সেইসব নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের সম্মানে ৫ অক্টোবর দিনটি বিশ্বব্যাপী পালিত হয় শিক্ষক দিবস হিসেবে।
এসময় সহকারি শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, ছলিমউল্লাহ, আঃ কাদের, কামারুজ্জামান, মাহাবুব রহমান, মোঃ হান্নান, শামীমুল ইসলাম, হাসিনা বেগম,জুলেখা বেগম, জোসনা বেগম,শামীমা আক্তার।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।