
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৩, ৬:৫১ এ.এম
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![]()
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যথাযথ সম্মানের সাথে যশোরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার ( ১ লা সেপ্টেম্বর) বিকালে যশোর শহরের রাসেল চত্বরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সদস্য সাবেরুল হক সাবু, টিএস আইয়ুব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,আওয়ামী লীগের মুদ্রা পাচারকারী, নারী পাচারকারী। এখন বহু লোক বিদেশে চিকিৎসা করাতে যায় সেক্ষেত্রে বাধা নাই। খালেদা জিয়ার ব্যাপারে বাধা কিসের? এখনও সময় আছে খালেদা জিয়ার বাধা দ্রæত প্রত্যাহার করেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি প্রতিশোধ নেয় না। খালেদা জিয়া প্রতিশোধ নেয় না। আবার প্রতিদিন মার খাবো এটাও সম্ভব না। এর জবাব দিতে যেদিন রাস্তায় দাঁড়াবো; সেই দিন কারোও পিঠে জায়গা হবে না। তাই সহজভাবে বলছি,
গণতন্ত্রের পথে আসুন। গণতন্ত্রের পথে হাঁটুন। জনগণের উপর বিশ্বাস রাখেন। সমাবেশ শেষে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ বেরঙের ব্যানার-ফেস্টুন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ফেস্টুন নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।