
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ৯:১৫ পি.এম
যশোরের ২০ মন নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ০১
![]()
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার অভয়নগর উপজেলায় বিশেষ অভিযানে ৩২ বস্তায় ২০ মন (৮০০ কেজি) অবৈধ পলিথিনসহ অভিজিৎ দত্ত (৩১)কে গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত অভিজিৎ উক্ত উপজেলার মহাকাল এলাকার শিবুপদ দত্তের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভয়নগর থানার গুয়াখোলা সুপারিপট্টি গ্রেফতারকৃত আসামী অভিজিৎ দত্ত এর গোডাউন থেকে ৩২ বস্তায় ৮০০ কেজি (২০ মন) নিষিদ্ধ পলিথিন উদ্ধারসহ অভিজিৎকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।