
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৩, ৬:৩২ পি.এম
শিক্ষক লাঞ্ছনার ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালীর ইউএনও

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা ।
সোমবার ২০ নভেবর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং বিদ্যালয়ে গিয়ে কঠোর ভাষায় অপরাধীদের ভর্ৎসনা করেন এবং প্রকাশ্যে অপরাধীদেরকে দিয়ে ভুক্তভোগী শিক্ষকের ক্ষমা চাওয়ান এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা, কাউখালী থানার অফিসার ইন চার্জ মোঃ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের এক ছাত্রীর আত্মীয়-স্বজন দ্বারা শিক্ষক মোঃ আবু হানিফ লাঞ্ছিত হন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।