
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ১১:২২ পি.এম
সিংড়ায় ট্রাকের ধাক্কায় ভটভুটি উল্টে কাঠ ব্যবসায়ী নিহত

আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ভটভুটি উল্টে তবলু মিয়া (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় নাটোর-বগুড়া মহাসড়ের জামতলী কালী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তবলু মিয়া উপজেলার শেরকোল ইউনিয়নের কান্দিপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিংড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় এ ঘটনায় আহত ভটভুটি চালককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তবলু মিয়া ওমরপুর হাট থেকে ভটভুটি যোগে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় ভটভুটি উল্টে গেলে ঘটনাস্থলেই ট্রাকের চাকা পিষ্ট হয়ে নিহত হন তিনি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।