
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ১১:২৪ পি.এম
সরকার পতনের এক দফা ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

রাকিব হাসান চিশতী নিজামী জামালপুর।
সরকার পতনের এক দফা ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের শেষ দিনে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ হারুণ সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিংহজানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল।
এ সময় তিনি সকল দলের অংশগ্রহনে অবাধ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া ও ঘোষিত তফসিল বাতিলের দাবী জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের প্রতি আহবান জানান। কর্মসূচিতে বিএনপি নেতা আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুকনুজ্জামান রুকনসহ অন্যান্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।