
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ৭:৪৯ পি.এম
বাউফলে চিকিৎসা নিতে গিয়ে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার।

নুরুল আমীন আজাদী, বাউফল প্রতিনিধি (পটুয়াখালী):
চিকিৎসা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পটুয়াখালীর বাউফল পৌর ছাত্রদলের আহবায়ক মো.আব্দুল্লাহ আল ফাহাদ(৩০) ও কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ হোসেন(২৮)।
নাশকতার অভিযোগে বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাত্রদল বাউফল পৌর আহবায়ক ফাহাদকে ও বিলবিলাস বাজার থেকে কেশবপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক পারভেজকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বুধবার বিকেলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে কিডনী রোগে আক্তান্ত কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.পারভেজ হোসেন হোমিও ডাক্তার দেখাতে বিলবিলাস বাজারে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, নাশকতা কর্মকান্ড করার অভিযোগে ফাহাদ ও পারভেজ নামে দুইজনকে আটক করা হয়েছে। পরে দ্রুতবিচার আইন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।