
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১০:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ১২:৫৮ পি.এম
কাউখালীতে জনবল সংকটে উপজেলা পরিসংখ্যান অফিস। ভোগান্তি জনগণের।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার পরিসংখ্যান অফিসে জনবল সংকটের কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলা বাসি। উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, পরিসংখ্যান কর্মকর্তা সহ তিনটি পদ দীর্ঘদিন ধরে খালি আছে। ফলে অফিসিয়াল কার্যকর্মে বিঘ্ন ঘটছে। ২০১৭ সালে দেলোয়ার হোসেন কাউখালী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বদলি হয় যাওয়ার পর আজ পর্যন্ত কোন কর্মকর্তা কাউখালীতে আসিনি। বিভিন্ন সময় পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা দায়িত্ব পালন করে। পরিসংখ্যান কর্মকর্তা,
জুনিয়র পরিসংখ্যান সহকারি সহ তিনটি পদ খালি রয়েছে। কর্মকর্তা না থাকায় শুমারি জরিপ পরিচালনা সহ প্রশাসনিক কার্যকর্মে বিঘ্ন ঘটে। কাউখালী উপজেলা পরিসংখ্যান অফিসে দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান তদন্তকারী পলাশ কুমার রায় জানান, জনবল সংকটের কারণে রুটিন মাফিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। পিরোজপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, জনবল নিয়োগ দিলে কাউখালীর শূন্য পদগুলো পূরণ হয়ে যাবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।