ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুব ফোরাম গঠনের লক্ষ্যে যুব সদস্য নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বাক্তা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডাক্তার রুহুল আমীনের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন যুবক-যুবতী অংশ নেন।
সভায় ডাঃ রুহুল আমীনের সভাপতিত্বে জাতীয় যুব নীতি-২০১৭ এর উদ্দেশ্য ও অন্যান্য বিষয়াদি তুলে ধরেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার।
আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনার সঞ্চালনায় যুবদের প্রত্যাশা ব্যক্ত করেন আরিফুল ইসলাম, সবুজ মিয়া, মোফাজ্জল হোসেন, পাপ্পি নন্দী ও ইমান আলী প্রমুখ।
আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার বলেন, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে আস্থা প্রকল্পের অধীনে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে বিভিন্ন সম্প্রদায়, শ্রেণি-পেশার যুবদের সমন্বয়ে উপজেলা যুব ফোরাম গঠন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে যুবদের প্রত্যাশা ও তাদের দক্ষ, স্বাবলম্বী করে গড়ে তোলাই মূল লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]