
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ৫:০৪ এ.এম
ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যােগে বির্তক প্রতিযোগিতা ও শিখন কর্মশালা অনুষ্ঠিত

আরাফাত ভূঞা (ফেনী প্রতিনিধি)
ফেনী ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে, কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা বিষয়টির উপর বিতর্ক প্রতিযোগীতা ও শিখন কর্মশালা আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ফেনী ইউনিভার্সিটি একাডেমিক ভবনে উক্ত প্রতিপাদ্য বিষয়ে সরকারি দল ও বেসরকারী দল তাদের যুক্তি তর্ক উপস্থাপন করে। এর আগে বির্তক বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাদ সেজান। তিনি ডিবেটং ক্লাবের সদস্যেদের বির্তকের বিষয়ে সামগ্রিক ধারণা, বিতর্ক করার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় তুলে ধরে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. এম. জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,
প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশি এসব প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বিকাশ ঘটে। এমন প্রতিযোগিতামূলক আয়োজন যেন বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে যায় তাই এই ধারা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথি বক্তব্যে ট্রেজারার প্রফেসর তায়বুল হক বলেন, ডিবাটিং ক্লাবের এমন সুন্দর আয়োজনে আমরা খুশি। ভবিষ্যতে আরও সুন্দর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে বলে প্রত্যাশা রাখছি।
ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল ইউনুস সভাপত্বিতে ও আইন বিভাগের ২৭ ব্যাচের জেসিয়া আলম উপস্থাপনায় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার এস.এস এম আবুল খায়ের, ইংরেজি বিভাগের প্রভাষক সুদীপ দাস, ডিবেটং ক্লাবের সেক্রেটারী মারিয়া মাহমুদ, জয়েন্ট সেক্রেটারী রাকিব আহমেদ মিয়াজী
সহ ক্লাবের সদস্যবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।