
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৩, ৮:৩৯ এ.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু, পরিবারের আহাজারি

বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী গ্রামের আলী আহমেদের বাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন। সোমবার ( ২৭ নভেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ির পশ্চিম পাশে পুকুরে ডুবে যায় মারা যায় দুই শিশু ৷
স্থানীয় বাসিন্দা খলিল উদ্দিন এ প্রতিদিধিকে জানান, উপজেলা বাড়ানী গ্রামের সামছুল হকের আড়াই বছর বয়সী ছিনতিয়া আক্তার, একই বাড়ির হাসানের দুই বছর বয়সী মেয়ে হাসিবা আক্তার। প্রথমে ছিনতিয়ারকে দেখতে না পেয়ে খুজতে থাকে এবং পুকুরের আশপাশ খুঁজতে গিয়ে দেখতে পায় ছিনতিয়া ও হাসিবা পানিতে বেসে আছে, তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া একটি প্রাইভেট হসপিটালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মরদেহ নিয়ে বাড়িতে চলছে পরিবারের আহাজারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।