মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া ২৯ বিজিবি ক্যাম্পের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে হাকিম উদ্দন (৬০) নামে একজন নিহত হয়েছেন।
নিহত হাকিম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইকরাম উদ্দিন এর পুত্র। গত (২৭ নভেম্বর) সোমবার রাত সাড়ে ৮টায় নিহত হাকিম তার ডাঙ্গাপাড়া বাজারে কেনা কাটা করে রাস্তা পার হওয়ার সময় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দশ চাকা ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে ট্র্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। একই জায়গায় এই নিয়ে একাধিক দূর্ঘটনা হওয়ায় স্থানীয়রা সড়ক অবরোধ করে সেখানে স্পিটব্রেকারের দাবি জানান।
পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামা তমাল ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি দাওয়া শুনেন ও স্পিট ব্রেকার দেওয়ার আশ^াস দিলে, আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, নিহত হাকিমের মরদেহ সুরতহালের প্রয়োজনে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]