
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ৮:৪৮ এ.এম
যশোরে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজল অস্ত্রগুলিসহ গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল গুলিসহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজল (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাজল যশোর জেলার কোতোয়ালি থানাধীন পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা কাজীপাড়া মেইন সড়কের ইমনের মোটর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরণ মামলার আসামী ইয়াসিন মোহাম্মদ কাজলকে ১টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় পেয়ে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াসিন মোহাম্মদ কাজল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড ও মানুষ্য হত্যার জন্য অবৈধ অস্ত্রগুলি হেফাজতে রেখে এলাকায় অবস্থান করছিল।
এ সংক্রান্ত বিষয়ে এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।