মাদক স¤্রাট শহিদুলকে আটক করেছে র্যাব-১৩। মঙ্গলবার ( ২৮ নভেম্বর) গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের গুঞ্জরমারী বাজারে দুপুর দেড়
টার দিকে একাধিক মাদক মামলার আসামী এলাকার কুখ্যাত মাদক স¤্রাট মোঃ
শহিদুল ইসলাম(৫০)কে ৫৭ বোতল কোডিন যুক্ত নেশা জাতীয় মাদক ফেনসিডিল
সহ হাতেনাতে আটক করেন নীলফামারী র্যাব-১৩। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ
শহিদুল ইসলাম উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া ( বিজিবি
ক্যাম্পের পূর্ব পাশের্^) গ্রামের মৃত দুন্দিয়া’র ছেলে।
সিপিসি-২, নীলফামারী র্যাব-১৩ এর নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ এর নেতৃত্বে এসআই
দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে মাদক বিরোধী এ
অভিযান চালিয়ে মাদক স¤্রাট শহিদুল ইসলামকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত মাদক স¤্রাট শহিদুলকে আটক করে আটোয়ারী থানায় নিয়ে আসেন
র্যাব। পরে নায়েব সুবেদার মোঃ আব্দুল কাদের শেখ বাদী হয়ে ২০১৮ সালের মাদক
দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১৪(গ) ধারায় আটোয়ারী থানায় একটি
মামলা রুজু করেন। আটোয়ারী থানার ওসি, র্যাব -১৩ কর্তৃক ৫৭ বোতল
ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামী মোঃ শহিদুল ইসলামকে আটকের
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাব-১৩ এব্যাপারে আটোয়ারী থানায়
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছেন।
মামলা নং-১১, তারিখ: ২৮/১১/২০২৩। আসামীকে বুধবার (২৯ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ReplyForward |
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]