
সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ২৫ কেজি গাঁজাসহ মো. ইয়াছিন মিয়া (২৬) এবং মো. মনির হোসেন (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অবিযানিক দল। এ সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি পিকাপ ভ্যান জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন মিয়া মো. মনির হোসেন কুমিল্লার বুড়িচং থানা এলাকার বাসিন্দা।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা নামক এলাকা থেকে তাদের কে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ নায়েক সুবেদার কায়ছার আমির রিপন। তিনি জানান, মহাসড়কের ঢাকামুখী সড়কের আনারপুরা এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়।
এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা বাঁশের চাটাই বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো ন- ১৫-৫২৪৯) অভিযান চালিয়ে বাঁশের চাটাই মোড়ানো ২৫টি বান্ডিল থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ র্যাব-১১ নায়েক সুবেদার কায়ছার আমির বাদি হয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।