
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ১০:১০ পি.এম
কাউখালী ইউএনও নাম্বার ক্লোন করে ব্যবসায়ীদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র।
![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার অফিশিয়াল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র দুই ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।ভুক্তভোগী দুই ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়, বুধবার (১৮) অক্টোবর কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র অফিশিয়াল মোবাইল নম্বর ক্লোন করে উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ডিলার ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী স্বপন মেম্বার কাছে ফোন দিয়ে পুজার বরাদ্দকৃত চালের ডিউ বিক্রি করার কথা বলে দুই ব্যাবসায়ীকে প্রতারক চক্র জিজ্ঞেস করে তারা চাল কিনবেন কিনা এ সময় তারা চাল কেনার কথা বললে তাৎক্ষণিক ভাবে বাবুল ডিলার এর কাছে ২ লাখ ও স্বপন মেম্বার এর কাছে ৫০ হাজার টাকা বিকাশ এর মাধ্যমে পাঠাতে বলেন। এ সময় তারা বিকাশের মাধ্যমে আলাদাভাবে টাকা পাঠিয়ে দেয়। পরবর্তীতে তাদের কাছে আবারো টাকা পাঠাতে বললে এ সময় তাদের সন্দেহ হলে তারা কাউখালী থানায় অভিযোগ করে।
উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা এ প্রতারণার ঘটনায় শুনে তার অফিসিয়াল ফেসবুক আইডিতে (১৮ অক্টোবর) বুধবার রাতে একটি পোস্ট তিনি লিখেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে ইউএনও কাউখালীর নাম্বারটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে অবৈধ সুবিধা চাচ্ছে এ বিষয়ে যেকোন ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, প্রতারণার বিষয় থানায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কিন্তু একজন লোক টাকা চাইলেই যাচাই-বাছাই না করে বিকাশে বা কোন মাধ্যমে লেনদেন করা ঠিক না।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।