
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৬:৪৬ এ.এম
ঝিনাইদহের আল মামুন জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানাসহ অপারেশন থিয়েটার সিলগালা করেছে র্যাব,
![]()
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যািব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ অক্টোবর ২০২৩ইং তারিখ ১২:৩০ ঘটিকার সময় র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকার আল মামুন জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। তারা অপারেশন থিয়েটারে মেয়াদউত্তীর্ণ রক্ত, গজ, ব্যান্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার করে আসছে। ফলে জনসাধারনের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পরছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এস এম নুরুন্নবী এর সহযোগীতায় ঝিনাইদহ জেলার সদর থানার চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় আল মামুন জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানকে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ডসহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলগালা করা হয় অপারেশন থিয়েটারকে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।