
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৩, ২:২৬ পি.এম
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোকেয়া দিবস উদযাপিত।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিবাদ্যকে সামনে রেখে, পিরোজপুরর কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ৫ নারী জয়ীতাকে সম্মনা স্মারক প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হান্নান, সমাজসেবা কর্মকর্তা মহসীন কবির, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ৫জন জয়ীতাকে সম্মানান স্মারক প্রদান করা হয়।
এর হলেন, সমাজ উন্নয়নে উপজেলা শীর্ষা গ্রামের কাজী রুহীয়া বেগম হাসি, নিলতী গ্রামের নির্যাতনের বিভিষিকার হাত থেকে ঘুরে দাড়ানোর জন্য আয়শা সিদ্দিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদানের জন্য পারসাতুরিয়া গ্রামের সানজিদা আক্তারকে, অর্থনৈতিক সাফলাতার জন্য কেউন্দিয়া গ্রামের হাফসা আক্তারকে এবং সফল নারী হিসেবে আসপদ্দি গ্রামের শাহিনুর কে সম্মানা স্মারক প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের ত ফুলের শুভেচ্ছা দিয়ে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।